ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ২০:৫৪, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন আর নেই(ইন্না লিল্লাহি-----রাজিউন)।

আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

এর আগে সিঙ্গাপুরে তার চিকিৎসা হয়েছে। বেশ কয়েক দিন ধরে লাইফ সাপোর্টেও ছিলেন তিনি।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়াও জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং  ইকোনোকমিক রিপোটার্স ফোরাম তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে।

তিনি বাংলাদেশ ইকোনোকমিক রিপোটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইঅারএফ সভাপতি এবং একুশে টেলিভিশনের প্ল্যানিং এডিটর সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক এবং অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি