ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক শাহরিয়ার শহীদের কুলখানি কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ২২ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:৪৬, ২২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক শাহরিয়ার শহীদের কুলখানি ও দোয়া মাহফিল আগামীকাল শুক্রবার বাদ আছর মরহুমের বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে অনুষ্ঠিত হবে। শাহরিয়ার শহীদ গত ১৭ নভেম্বর, শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

গত ১৯ নভেম্বর ঢাকা ও নরসিংদীতে তিন দফা নামাজে জানাজা শেষে মরহুমের লাশ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকার চরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, আগামীকাল বাদ আছর প্রয়াতের বাসভবন রাজবাড়ী হোল্ডিংস লিমিটেড, বাড়ি নং ২৭২ (চতুর্থ তলা), ব্লক-এইচ, আই ব্লক চেক পোস্ট, সোনিয়া ফেরদৌসি সোবহান সড়ক, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মীয়-স্বজন এবং শুভাকাংখীদের কুলখানিতে অংশ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। শাহরিয়ার শহীদ খ্যাতিমান সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমসের সম্পাদক মরহুম একেএম শহীদুল হকের পুত্র ছিলেন।

জাতীয় প্রেসক্লাব স্থায়ী সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার শহীদ বহুবিধ প্রতিভার অধিকারি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ ক’টি প্রামাণ্য চিত্র নির্মাণ করেন।
কর্মজীবনেও রিপোর্টার হিসেবে শাহরিয়ার শহীদ রাজনৈতিক বিটসহ বিভিন্ন বিটে কাজ করেছেন। এক সময় তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের স্ট্রিংগার ছিলেন। তিনি অঞ্চলভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার ভিত্তিক ৩০ টিরও বেশী গ্রন্থ রচনা করেছেন।
শাহরিয়ার শহীদ আন্তঃধর্মীয় সম্প্রীতি ও উদারনৈতিক সুফি সাহিত্যের একনিষ্ঠ অনুরাগী ছিলেন।

তথ্যসূত্র: বাসস।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি