ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সাংবাদিক হাসান আরেফিন আর নেই

প্রকাশিত : ১৩:৩৪, ৮ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:৪৭, ৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সিনিয়র সাংবাদিক হাসান আরেফিন আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

জানা গেছে, সকালে বাসায় বুকে ব্যথা হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসান আরেফিনের প্রথম নামাজে জানাজা আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার নিজ গ্রাম জলিসায় তাকে দাফন করা হবে।

হাসান আরেফিন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি দৈনিক যুগান্তরে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন। শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সভাপতিও ছিলে তিনি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি