সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল
প্রকাশিত : ১১:০২, ১১ মে ২০১৭ | আপডেট: ১২:০৭, ১১ মে ২০১৭
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় আর্সেনাল। ৬০ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন আলেক্সি সানচেস। আর ৮৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান অলিভিয়ে জিরুদ। এই জয়ে এক ধাপ এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠে এলো আর্সেনাল। আর ৪২ পয়েন্ট নিয়ে সাউদাম্পটন রয়েছে টেবিলের ১০ নম্বরে।










