ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সাকিবকে ছাড়াই ঢাকায় ফিরছে বাংলাদেশ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ৪ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৫:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সাকিব আল হাসানকে ছাড়াই রাতে ঢাকায় ফিরছে বাংলাদেশ দল। দুই ভাগে পাকিস্তান ছাড়বে মুশফিক-শান্তরা।

অন্যদিকে, সরাসরি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন সাকিব আল হাসান। সেখানে গিয়ে কাউন্টি খেলার কথা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। 

বাংলাদেশ দলের প্রথম বহরের বিামনটি ঢাকা আসবে রাত ১১টার দিকে। এর তিন ঘন্টা পর দেশে পা রাখবে দ্বিতীয় বহরে থাকা খেলোয়াড়রা। 

তবে খুব বেশি বিশ্রামের সুযোগ নেই লিটন-মিরাজদের। ভারত সিরিজে সামনে রেখে ৮ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে। ১৯ সেপ্টেম্বর রোহিত-কোহলিদের টেস্ট শুরু হবে বাংলাদেশের।

এবার পাকিস্তান সফরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করে টাইগাররা। এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি