ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সানিয়া মির্জার পরিবারে বিচ্ছেদের ছায়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ১৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

সানিয়া মির্জার পরিবারে বিচ্ছেদের ছায়া। তবে বিচ্ছেদের পেছনে কী কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। অনেকেই হয়তো ভাবছেন সানিয়া মির্জার এমন কি হলো যে বিচ্ছেদের কথা ভাবছেন। কিন্তু না, তার নিজের নয়, সানিয়ার বোন আনাম মির্জা নাকি সম্প্রতি বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। খুব শিগগিরই নাকি আনামের সঙ্গে তার স্বামী আকবর রসিদের বিচ্ছেদ হয়ে যেতে পারে।

তবে কী কারণে আনামের সঙ্গে আকবর রসিদের বিচ্ছেদ হবে, সে বিষয়ে স্পষ্টভাবে কোনও উত্তর মেলেনি। ২০১৬ সালে আকবর রসিদের সঙ্গে বিয়ে হয় সানিয়া মির্জার বোন আনাম মির্জার। কিন্তু, বছর ঘুরতে না ঘুরতেই এবার মিলছে সম্পর্কে টানাপোড়েনের খবর।

প্রসঙ্গত, সানিয়া মির্জার বোন আনাম মির্জার বিয়েতে হাজির হয়েছিলেন সালমান খান, পরিনিতি চোপড়া, অর্জুন কাপুর থেকে শুরু করে বলিউডের একাধিক সেলিব্রিটি। বলা যায়, আনাম মির্জার বিয়েতেও বসেছিল তারার মেলা। কিন্তু, সম্প্রতি আনাম এবং রসিদের বিয়ে নিয়ে সমস্যা শুরু হয়। এবং, তারপই আসে বিচ্ছেদের মামলা সংক্রান্ত খবর।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি