ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

সামি ও রোহিতের প্রশংসায় শোয়েব আখতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ১২:০১, ৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

মোহম্মদ সামি রিভার্স সুইয়ের রাজা হতে পারেন, টেস্টে রোহিত শর্মা আরও ভাল করবেন- এমনটি মনে করছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। সাউথ আফ্রিকার সঙ্গে ভারতের প্রথম টেস্ট শেষ হওয়ার পর রোহিতের জোড়া সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেওয়া সামিকে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব প্রশংসামূলক মন্তব্য করেছেন। 

সেখানে রোহিতকে নিয়ে শোয়েব বলেন, ‘রোহিত তো সেঞ্চুরির পর সেঞ্চুরি করে চলেছে। আমি তো বলেছিলাম, টেস্ট দলে ওর থাকা উচিত। রোহিত আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে দুরন্ত টেস্ট ক্রিকেটার হয়ে উঠবে রোহিত।’

সামিকে নিয়েও তাঁর মন্তব্য, ‘বিশ্বকাপে ভারত ছিটকে যাওয়ার পরে একদিন সামি আমাকে ফোন করেছিল। বলেছিল, খুব খারাপ লাগছে দলের জন্য কিছু করতে পারছে না বলে। আমি তখন বলি, হতাশ না হয়ে ফিটনেসে আরও জোর দাও। ঘরের মাঠে সিরিজ আসছে। তুমি সেখানে ভাল পরাফর্ম করবে।’ 

শোয়েব আখতার আরও যোগ করেন, ‘সামিকে বলেছিলাম বিপক্ষকে ছিন্নভিন্ন করে দেওয়া পেসার হয়ে উঠতে হবে। ওর বোলিংয়ে সিম আছে, সুইং আছে। তাছাড়া ও রিভার্স সুইং করতে পারে। যে ক্ষমতা উপমহাদেশে খুব কম বোলারেরই আছে।’

তখন আমি সামিকে আরও বলেছিলাম, ‘রিভার্স সুইংয়ের রাজা হয়ে উঠতে পার তুমি। এবার দেখুন ও কী করে দেখাল। বিশাখাপত্তনমের মতো এ রকম একটা পিচ থেকেও উইকেট তুলে নিয়ে দেখাল।’ 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি