ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সিকৃবির ভিসির সঙ্গে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২৩:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ভিসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎকার করেন সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। ২০২২-২৩ কার্যকরী কমিটির সদস্যরা অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদারকে ফুলের শুভেচ্ছা জানান। 

উপাচার্য মহোদয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের মাধ্যমে শিক্ষা ও গবেষণার খবর সহজেই সবার কাছে পৌঁছে যায়। নতুন কমিটি সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

সাংবাদিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে বিভিন্ন বিষয়ে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করলে উপাচার্য দ্রুত সমাধানের আশ্বাস দেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি