ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

পুঁজিবাজারের সব খবর

সূচক কিছুটা কমলেও বেড়েছে লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে কমেছে সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৮৪টির, আর ৩২টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৮৫৯ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৭১০ কোটি ৯৬ লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪৬টির, আর ২৫টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। 

শমরিতা হাসপাতাল
শমরিতা হাসপাতাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল। সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


মাইডাস ফাইন্যান্সিং ও ওয়ান ব্যাংক
মাইডাস ফাইন্যান্সিং ও ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।


তিতাস গ্যাস, দ্য পেনিনসুলা চিটাগং ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ
তিতাস গ্যাস, দ্য পেনিনসুলা চিটাগং ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল। সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


রিপাবলিক ইন্স্যুরেন্স
রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।


নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং ও ড্রাগন সোয়েটার
নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল। সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


ফারইস্ট ফাইন্যান্স
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।


বিডি ফাইন্যান্স
বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল। সভায় ৩১শে ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।


বাংলাদেশ সাবমেরিন কেবল
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল। সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


স্পট মার্কেটের খবর
মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে।


শেয়ারের রেকর্ড ডেট
রেকর্ড ডেটের কারণে ১১ এপ্রিল ব্র্যাক ব্যাংক ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। পরের কার্যদিবসে আবারো লেনদেনে ফিরবে কোম্পানিগুলো।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি