সেমিতে বড় সংগ্রহের পথে টাইগাররা
প্রকাশিত : ১৯:৫৬, ২৮ জুলাই ২০১৯

দলকে ভালো একটা শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও জহুরুল ইসলাম। মিডল অর্ডারে দলকে টানছেন ইয়াসির আলী রাব্বি। ভারতের বেঙ্গালুরুতে এ তিন টাইগারের ফিফটিতে চার দিনের টুর্নামেন্টটির সেমি-ফাইনালে বড় সংগ্রহের আশা জাগিয়েছে মুমিনুলের দল।
রোববার ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে বিসিবি একাদশ তুলেছে ৩ উইকেটে ২৫৪ রান। ইয়াসির ৬ বাউন্ডারিতে ৫০ রানে অপরাজিত আছেন।
বেঙ্গালুরুর এক নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তরুণ সাইফ হাসান ও অভিজ্ঞ জহুরুল ইসলাম অমি। সাবধানী ব্যাটিংয়ে দেড়শ পেরনো এ দুজনের ওপেনিং জুটি ভাঙে ৫১তম ওভারের প্রথম বলে। জহুরুল সাত চারে ৬০ রান করে ফিরলে ভাঙে ১৫৪ রানের জুটি।
জহুরুল ফেরার কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়েন সেঞ্চুরির লক্ষ্যে ছুটতে থাকা সাইফ। ওই সময় ৬ চার ও ৫ ছক্কায় তরুণ এই ওপেনারের রান ছিল ৯২। মাঝে শান্তও ফেরেন শূন্য রানে।
পরে ইয়াসিরের সঙ্গে চমৎকার জুটিতে আর কোনও ক্ষতি ছাড়াই দিন পার করার আশা জাগিয়েছিলেন অধিনায়ক মুমিনুল। কিন্তু ১ রানের আফসোস নিয়ে ৬ চারে ৪৯ রান করে মুমিনুল ফিরলে ভাঙে ৮৬ রানের জুটি। আর তার সঙ্গে দ্রুত ফেরেন সানজামুল ইসলাম।
তবে পড়ন্ত বিকেলে ওই দুটি উইকেট হারালেও ম্যাচে চালকের আসনে রয়েছে 'বি' গ্রুপ সেরা হয়ে শেষ চারে খেলা বিসিবি একাদশ।
ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের হয়ে বীরপ্রতাপ, পুনিত ও বিনয় একটি করে উইকেট লাভ করেন।
এনএস/আরকে