ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

হকি দলের পাকিস্তান যাওয়া স্থগিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ নতুন একটি প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছিল। কয়েকটি গ্রুপের হকি সিরিজ ওপেন নামে প্রতিযোগিতাটি হওয়ার কথা সেপ্টেম্বরে। তাতে বাংলাদেশের গ্রুপের খেলা হওয়ার কথা ছিল পাকিস্তানে। ২৩ জুলাই নির্বাহী কমিটির সভায় যাওয়ার বিষয়টি ঠিক থাকলেও সেখান থেকে এসছে ফেডারেশন। পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশ হকি দল।

এর পেছনে দুটি কারণ দেখাচ্ছে ফেডারেশন। আগামী ২০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্ট থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে ওমান ও শ্রীলঙ্কা। র‌্যাংকিংয়ের নিচে থাকা আফগানিস্তান, কাতার কিংবা কাজাখস্তানের বিপক্ষে খেললে নিজেদের উন্নতি সেভাবে হবে না। তাই রাওয়ালপিন্ডি না যাওয়াকেই শ্রেয় মনে করছেন হকি কর্মকর্তারা।  

তার ওপর যুক্ত রয়েছে নিরাপত্তাহীনতা। হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল এহসান রানা বলেন, ‘যদি সমমানের দল না খেলে তাহলে পাকিস্তান গিয়ে কী লাভ। নিচু সারির দলের সঙ্গে খেলে তেমন উন্নতি হবে না। নিরাপত্তা জনিত কারণ তো আছেই। এছাড়া খেলোয়াড়রাও বেশ ক্লান্ত। তারা খেলতে যেতে চাইছে না। সবকিছু মিলিয়ে আমরা পাকিস্তান সফর বাতিল করেছি।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি