ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

হোয়াইটওয়াশ নিয়ে যা বললেন সৌম্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কায় শেষ ম্যাচেও কোনো প্রকার প্রতিরোধ গড়ে তুলতে পারেনি টাইগাররা। একের পর এক হতশ্রী ব্যাটিংয়ে ০-৩ ব্যবধানে হেরে ধবলধোলাইয়ের স্বাদ নিলো বাংলাদেশ।

বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল লাল সবুজরা। অন্যদিকে, ২০১৪ সালের পর আবার শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হতে হলো তাদের।

বুধবার লজ্জায় শেষ হয় লঙ্কা সিরিজ। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করেছিল ২৯৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

এদিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই ছন্ন ছাড়া লাল সবুজরা। তবে এমন হতাশার দিনেও খানিকটা উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও খেলেছেন ৬৯ রানের ইনিংস। এছাড়া দলের অন্যদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। 

তিন বিভাগে ব্যর্থতাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলেনে এসে ওপেনার সৌম্য সরকার এমনটা মন্তব্য করলেন। তবে প্রতিটি ম্যাচে ক্রিকেটাররা সেরাটা দিতে পারলে ফলাফলটা অন্যরকম হতে পারত বলে মনে করেন তারকা এই ব্যাটসম্যান। এছাড়া, এ সিরিজের ভুলগুলো শুধরে পরবর্তী সিরিজে ভালো খেলার লক্ষ্য থাকবে বলেও জানান সৌম্য।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি