ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

৩য় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত : ১৯:৪৮, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ২০:০৮, ১৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটের মর্যাদার দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ  করেছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। সেসময় নিউমার্কেট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার বেলা এগারোটার দিকে মিছিল নিয়ে নিউমার্কেট এলাকায় সড়কে অবস্থান নেন গার্হস্থ অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় তৈরি হয় যানজট। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় তারা। আন্দোলনরত শিক্ষার্থীর জানান, অনেকদিন ধরেই গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন তারা।  দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়নের উদ্যোগ না থাকায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও সেশনজট ও উপযুক্ত সিলেবাস না থাকায় পড়ালেখায় গতি নেই। তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে তাদের। অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি