ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

৫ জুলাই মাশরাফির শেষ ম্যাচ!

প্রকাশিত : ১৬:০৩, ২৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মাশরাফি বিন মুর্তজা-এমনটাই ছিল আলোচনায়। আবেগ-ভাবনা সব কিছুই এমনটা ইঙ্গিত দিচ্ছে। ৫ জুলাই লর্ডসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের প্রথম রাউন্ড মিশন। বাংলাদেশ যদি সেমিফাইনালে উঠতে না পারে, তাহলে কি এটাই হবে মাশরাফির শেষ ম্যাচ! বয়সটা কোটা ৩৫ পেরিয়ে ৩৬ এর কাছাকাছি হওয়ায় অনেকের মনে এমনটা কৌতূহল আসতেই পারে। তবে সে কৌতূহল উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই প্রাণভ্রমরা।

বলেছেন ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে অবসর নিয়ে ভাবছি না। আমি খেলা ছাড়ছি না। ওয়ানডে খেলে যাব।’

বৃহস্পতিবার ইএসপিএনক্রিকইনফো’কে দেয়া এক সাক্ষাৎকারে অবসরের ব্যাপারে এখনো কিছুই ভাবছেন না বলে জানান বাংলাদেশ দলপতি।

মাশরাফি বলেন, `হ্যাঁ এটাই আমার শেষ বিশ্বকাপ, তবে টুর্নামেন্ট শেষে আমি অবসর নেবো না। আর এখনো টুর্নামেন্ট চলছে। সুতরাং, এই মুহূর্তে আমি অবসরের ব্যাপারে কিছু ভাবছিও না। ওটা খুব কঠিন একটা সময়। মানুষ অবসর নেয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়ে।`

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে অবসর নেয়ার বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন মাশরাফি। বাংলাদেশ অধিনায়ক বলেন, `যদি বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকে, তবে আমি সেটি নিয়ে ভাববো।’

এদিকে মাশরাফি কতদিন খেলবেন তা তার উপরই ছেড়ে দিয়েছে বিসিবি। অবসরের ব্যাপারে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘মাশরাফি বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। তার সিদ্ধান্তকে বিসিবি অবশ্যই সম্মান জানাবে। মাশরাফি কবে জাতীয় দল থেকে অবসর নেবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমাদের তরফ থেকে কিছু বলার নেই।’

বিসিবির মিডিয়া কমিটির প্রধান ও বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, ‘মাশরাফির অবসরের ব্যাপারে বোর্ড কিছু বলবে না। সে এখনো আমাদের নেতা। ও যদি মনে করে খেলা চালিয়ে যাবে, তো খেলতে পারে। আবার ও যদি অবসর নিতে চায়, সেটাতেও বোর্ড বাধা দেবে না।’

উল্লেখ্য, বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন- এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ১টি উইকেট পেয়েছেন মাশরাফি। বোলিংয়ে আগের সেই ধাঁর নেই।

সেই সঙ্গে প্রত্যাশা মাফিক বলও করতে পারেননি তিনি। তাই গুঞ্জন, বিশ্বকাপ শেষে দেশে ফিরেই অবসরের ঘোষণা দেবেন মাশরাফি। বয়স, ফিটনেস আর সাম্প্রতিক পারফরম্যান্স ছাড়াও বর্তমানে জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য তিনি। মূলত রাজনৈতিক জীবনে মনোনিবেশ করার জন্যই ক্যারিয়ারের ইতি টানবেন বলে শোনা যাচ্ছিল।

মাশরাফির সময়কার ক্রিকেটারদের কেউই এখন আন্তর্জাতিক ক্রিকেটে নেই। অথচ তিন চোট নিয়েই খেলে যাচ্ছেন বিশ্বকাপে। হাঁটুতে আছে সাতটি অস্ত্রোপচার। এভাবেই ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ১৮ বছর পার করে দিয়েছেন।

২০১৪ সালে দ্বিতীয় দফায় বাংলাদেশের নেতৃত্ব পেয়ে দলকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন মাশরাফি। তার নেতৃত্বেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, এশিয়া কাপে ফাইনাল, চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল, প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজ জয়ের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের সাফল্য তো আছেই।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি