ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ট্রাকের চাকায় প্রাণ গেল স্কুলছাত্রীর

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ২০:০০, ১৯ মে ২০২০ | আপডেট: ২০:১৭, ১৯ মে ২০২০

নলছিটি- ম্যাপ

নলছিটি- ম্যাপ

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল রুপা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রীর। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের মালিপুর ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুপা আক্তার ঝালকাঠি উদ্বোধন স্কুলের নবম শ্রেণির ছাত্রী এবং ঝালকাঠি শহরের বান্দাঘাটা এলাকার ফিরোজ আকনের মেয়ে। 

জানা গেছে, রুপা তার বন্ধু ইমরানকে নিয়ে আজ মঙ্গলবার সকালে নলছিটি উপজেলার সরই গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে বন্ধুর মোটরসাইকেলে নলছিটি শহরে ফিরে আসার সময় মালিপুর ফকিরবাড়ি এলাকায় অপরদিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় রুপাকে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ইমরানও আহত হয়।  

নলছিটি থানার ওসি (তদন্ত) আ. হালিম তালুকদার জানান, ঘাতক ট্রাক ও ড্রাইভার সোহাগ গাজীকে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি