ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ঝালকাঠিতে নারী পুলিশের আত্মহত্যা 

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৬, ১৫ মে ২০২০ | আপডেট: ২১:৪৬, ১৫ মে ২০২০

ঝালকাঠি’র মানচিত্র

ঝালকাঠি’র মানচিত্র

ঝালকাঠি পুলিশ লাইনে নারী ব্রাকে এক নারী পুলিশ সদস্য বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষপান করলে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি ঝালকাঠি সদর থানা পুলিশ নিশ্চিত করেছে। 

জানা যায়, নিহত নাদিরা আফরিন (২৮) ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত এবং ঝালকাঠি পুলিশ লাইন্সের মেসে থাকতেন। বৃহস্পতিবার বিকেলে পুলিশ কনস্টেবল স্বামী তরিকুলের সঙ্গে মোবাইলে কথা বলে অভিমান করেন নাদিরা আফরিন। পরে তিনি বিষপান করেন। 

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, পুলিশ কনেস্টবল নাদিরা আফরিন ও তার স্বামী পুলিশ কনেস্টবল তরিকুল ইসলাম দুজনই ঝালকাঠি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। সম্প্রতি নাদিয়া ও তরিকুলের মধ্যে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পরে নাদিরা আফরিন জানতে পারেন যে তার স্বামী তরিকুল ইসলামের আরও একটি বিবাহিত স্ত্রী রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। রাগে-ক্ষোভে বিষপান করেন নাদিয়া আফরিন। এ ঘটনায় রাতেই পুলিশ কনেস্টবল তরিকুল ইসলামকে আটক করা হয়েছে

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি