ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেলো দু’বোনের

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ১৪ জুন ২০২০ | আপডেট: ১৬:৪৭, ১৪ জুন ২০২০

সুনামগঞ্জ ম্যাপ

সুনামগঞ্জ ম্যাপ

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের। আজ রোববার দুপুরে বাড়ির পাশে খেলার ছলে মাছ ধরতে গিয়ে হাওরের পানিতে ডুবে মারা যায় তারা।

নিহতরা হলো- উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকতখা গ্রামের আমপাড়া মহল্লার সুরুজ আলীর দুই মেয়ে মুসলিমা খাতুন (৪) ও রাহিমা খাতুন (৫)। 

নিহতের স্বজন ও পুলিশ জানায়, আজ দুপুরে পরিবারের সবার অগোচরে দুই বোন ছোট জাল নিয়ে বাড়ির পাশে খেলার ছলে মাছ ধরতে গিয়ে হাওরের পানিতে ডুবে যায়। পরে প্রতিবেশী ও স্বজনরা দুই বোনের লাশ হাওরের পানিতে ভাসতে দেখলে তারা লাশ দুটি উদ্ধার করেন। 

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওরের পানিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি