ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ঝালকাঠিতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪০, ২৯ জুলাই ২০২০

ঝালকাঠি শহরের সরকারি মহিলা কলেজের সম্মুখে কথিত ডাক্তারের ভবনের ৪ তলায় ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে গিয়ে মো: নুর হোসেন (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ওই ভবনের ৪র্থ তলায় কাজ করার সময় তিনি পা ফসকে নীচে পড়ে এ দুর্ঘটনার শিকার হন।

নিহত নির্মাণ শ্রমিক মো: নুর হোসেন শহরতলীর কৃষ্ণকাঠী এলাকার প্রয়াত হাফেজ উদ্দিন হাওলাদারের ছেলে। নিহত নুর হোসেনের ৩টি শিশু পুত্র রয়েছে। স্বামীকে হারিয়ে তাঁর স্ত্রী শিশু সন্তানদের নিয়ে এখন পাগলপ্রায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পল্লী চিকিৎসক মকবুল হোসেন নান্নার মালিকানাধীন ভবনে পর্যাপ্ত নিরাপত্তা জাল টানানোসহ কোন প্রকার ব্যবস্থা না নেয়ার কারণে এ প্রাণহানীর ঘটনা ঘটেছে। কারণ ভবনের চারতলার বাইরের পাশ পলেস্তার করানোর জন্য মাঁচা বাঁধতে গিয়ে সে পা ফসকে নীচে রাস্তার উপর পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এদিকে, এলাকাবাসী অভিযোগ করেছেন, মকবুল হোসেন নান্না নামের এ ব্যক্তি নিজ জমিতে এ ভবন নির্মাণের কাজ করালেও রাস্তায় বালু, ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এলাকাবাসী দুর্ভোগের শিকার হয়ে আসছেন।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি