ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সোনাইমুড়ীতে ১২ জুয়াড়ি আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৪, ২০ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারোগাও ইউনিয়নে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬৪ হাজার ৫'শ টাকা এবং জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে তাদের বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ভাবিয়া পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হচ্ছেন, জাফর আহমেদ, গফুর, জয়নাল আবেদিন, সাখওয়াত হোসেন, আনিছ, মোস্তফা, তাজুল, নূর নবী, সালাউদ্দিন, মজিব উল্যা, শামীম ও গিয়াস উদ্দিন। তারা সবাই পাশ্ববর্তী সেনবাগ উপজেলার বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে ভাবিয়া পাড়া গ্রামের মনা মিয়ার বাড়ির পাশ্ববর্তী একটি নির্মাণাধীন ঘরে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই ঘরের একটি কক্ষ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ১২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি