ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার পাটবীজ, পিঁয়াজ বীজ ও অর্থ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। এ কর্মসূচির আওতায় মোট ১৮০ জন কৃষককে ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ৫শ’ গ্রাম সুতলি ১৫০ বর্গমিটার পলেথিন ১ কেজি পেঁয়াজ বীজ দেওয়া হয়। ২০ জন কৃষককে ৫শ’ গ্রাম নাবী পাট বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি, ইউরিয়া ১০ কেজি সার প্রদান করা হয়।

এছাড়াও পরিচর্যা বাবদ পেঁয়াজ চাষীদের এককালীন প্রতিজনকে মোবাইল বিকাশের মাধ্যমে ২ হাজার ৮শ’ টাকা এবং নাবী পাট চাষিদের ২ হাজার ৬৩০ টাকা প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি