ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪১, ৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও পৌর এলাকার দুস্থ ও অস্বচ্ছল মহিলাদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে আশ্রমপাড়া রামকৃষ্ণ মন্দির চত্বরে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন বয়সের তিনশ’ পঞ্চাশ জন মহিলার মাঝে একটি করে শাড়ি বিতরণ করা হয়। 

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা বাসুদেব ব্যানার্জী, সভাপতি সত্যেন্দ্রনাথ ব্যানার্জী, সহ-সভাপতি অশোক কুমার দাশ, সাধারণ সম্পাদক প্রফুল­ চন্দ্র রায়। পূজার আগে অসহায় মহিলাগণ এসব শাড়ি কাপড় পেয়ে অনেকে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংগঠনকে ধন্যবাদ জানান।    
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি