ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

রাজবাড়ীতে ২ দিনব্যাপী বাংলা উৎসব

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪২, ১১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

শুদ্ধ বাংলা ভাষার যথাযথ চর্চার লক্ষে রাজবাড়ী একাডেমির উদ্যোগে রাজবাড়ীতে ২ দিনব্যাপী বাংলা উৎসব শুরু হয়েছে। 

শুক্রবার সকালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।
 
দুই দিনব্যাপী উৎসবে রাজবাড়ী জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৭শ' ছাত্র-ছাত্রী কুইজ, আবৃত্তি, অভিধান থেকে শব্দ বের করা, চিত্রাঙ্কন, দেয়ালিকা, বানান সংশোধন, সুন্দর হাতের লেখাসহ ৪০টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি