ঢাকা, রবিবার   ২৩ নভেম্বর ২০২৫

আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২৩ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন স্বাগতিকরা ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে আইরিশদের। সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতেছিল টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ টেস্টে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৫০৯ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

৬ উইকেটে ১৭৬ রান তুলে গতকাল চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। তখনই জয়ের সুবাস পেতে শুরু করেছিল নাজমুল হোসেন শান্ত’র দল। তবে সিরিজ নিশ্চিত করতে তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। আগেরদিন টপ ও মিডল অর্ডার ব্যাটাররা ৫৪ ওভার খেলেছিল, বিপরীতে আজ তাইজুল-হাসানদের বিপক্ষে দাঁতে দাঁত চেপে বাকি ৪ ব্যাটার খেললেন ৫৯ ওভার। 

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কার্টিস ক্যাম্ফার। এছাড়া হ্যারি টেক্টর ৫০, গ্যাভিন হোয়ে ৩৭, জর্ডান নিল ৩০, এন্ডি ম্যাকব্রিন ২১ ও চ্যাড কারমাইকেল ১৯ রান করেন।

বল হাতে বাংলাদেশের তাইজুল ইসলাম ১০৪ রানে এবং হাসান মুরাদ ৪৪ রানে ৪টি করে উইকেট নেন।

এর আগে চতুর্থ দিনে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের বেশি ২১১ রান মিলিয়ে আইরিশদের লক্ষ্য দেয় ৫০৯ রানের। দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

দ্বিতীয় ম্যাচের দুই ইনিংসে পেয়েছেন ৮ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। দুই টেস্ট মিলিয়ে ১৩ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের এই সর্বোচ্চ উইকেটশিকারি।

আগামী ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি