শার্শায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
প্রকাশিত : ০০:১০, ২৭ মার্চ ২০২২

যশোরের শার্শায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকেলে শার্শা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন এবং বক্তব্য শেষে তাদের হাতে পুরষ্কার তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসসহ বীর মুক্তিযোদ্ধারা।
কেআই//
আরও পড়ুন