ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে গাড়ির চাপায় পথচারীর মৃত্যু
প্রকাশিত : ১৪:৫৯, ১৮ জুলাই ২০২২

মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় আবদুস সালাম মাদবর (৭২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচরের সন্ন্যাসীর চর ইউনিয়নের চৌরাস্তা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাম মাদবর সন্ন্যাসীর চর ইউনিয়নের সন্ন্যাসীর চর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সালাম নিজ বাড়ির সামনে থেকে এক্সপ্রেস ওয়ে পাড় হচ্ছিলেন। গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে আশেপাশের লোকজন ছুটে এসে তার মরদেহ উদ্ধার করেন। পরে বিক্ষুদ্ধ জনতা গোল্ডেন লাইন পরিবহনের অন্য একটি বাসকে আটক করে রাখেন তারা।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. সাখাওয়াত হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, “শুনেছি গাড়ির চাপায় পথচারীর মৃত্যু হয়েছে। এতে এলাকাবাসী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস আটক করে।”
এএইচ
আরও পড়ুন