ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

বেনাপোলে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১৫ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নজরুল ইসলাম ফকির, তৌহিদ কারিগর, আব্দুস সালাম, কালু মিয়া, মুস্তাক আলী, সেলিম সর্দার, জসিম উদ্দিন, রাফুল ধাবক, জাকির হোসেন, হৃদয় হোসেন, আইয়ুব হোসেন, দাউদ আলী, আব্দুল্লাহ, কোরবান বিশ্বাস ও শাহিন ধাবক। এদের সকলের বাড়ি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া বলেন, গ্রেফতারকৃতরা মাদকসহ বিভিন্ন অপরাধের আদালত কর্তৃক গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক জীবনযাপন করছিল। গোপন সংবাদে জানা যায় এরা বাড়িতে অবস্থান করছে। সেই হিসেবে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে তাদের প্রেপ্তার করা হয়। দুপুরের দিকে গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি