ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২০

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ফরিদপুর শহরতলীর গঙ্গাবর্দী নামক স্থানে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। 
  
একটি বাসের মধ্যে বৈদুতিক খুটি ঢুকে গেলে আহত হয় ওই বাসের ১৫ যাত্রী। অপর বাসটির ৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের দ্রুত গতির একটি বাস মেহেরপুর থেকে ছেড়ে আসা বিপরীত দিকগামী জে আর পরিবহনকে সাইড দিতে গিয়ে ধাক্কা দেয়। এতে জে আর পরিবহনটি রাস্তার পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা খায়। অপরদিকে তালুকদার পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনের সাথে আঘাত লাগে। এতে বিশাল আকৃতির একটি বৈদ্যুতিক খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন পর্যন্ত চলে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি