ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫

অভিমানে বাড়ি ছেড়ে ভারতে যাওয়ার সময় তরুণের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কাজের সন্ধানে ভারতে যাওয়ার সময় বিএসএফ হাতে ধরা পড়ার পর নির্যাতনের কারণে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১৭ সেপ্টেম্বর দুপুরে রাজশাহীর মাজারদিয়াড় সীমান্ত থেকে ওই যুবককে ধরে নিয়ে যাওয়া হয়। সেদিনই সীমান্তে নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের।

নিহত কিশোরের নাম আবদুর রহিম মাসুদ (১৮)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক কামারপাড়া গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম বাবলু রহমান। 

মাসুদের বাবা বাবলু রহমান জানান,‘গত ১৭ সেপ্টেম্বর বাড়িতে ৫০০ টাকা চেয়েছিল মাসুদ। তখন তাঁর মা পরে দিতে চেয়েছিল। এতেই সে অভিমান করে কাউকে কিছু না জানিয়ে আরও তিনজনের সঙ্গে বেরিয়ে যায়। রাজশাহীর মাজারদিয়াড় সীমান্ত দিয়ে তারা ভারতে ঢুকছিল কাজের সন্ধানে। তখন বিএসএফ ধাওয়া দিলে অন্য তিনজন পালিয়ে আসে আর মাসুদ ধরা পড়ে।’

বাবলু আরও জানান, ভারতে তাদের আত্মীয় আছে। আত্মীয়ের মাধ্যমে ২০ সেপ্টেম্বর খবর পান সীমান্তে ভারতের মধ্যে মাসুদের মরদেহ পড়ে আছে। এ সময় ওই আত্মীয় বাবলুর সঙ্গে ভারতের এক পুলিশ কর্মকর্তার কথা বলিয়ে দেন। হোয়াটসঅ্যাপে ছবি বিনিময় করে মাসুদের পরিচয়ও নিশ্চিত হন। কিন্তু লাশটি ফেরত না দিয়ে রানীনগর থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার পর্যন্ত লাশ দেওয়া হয়নি।

চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ‘পোশাকের ছবি দেখে পরিবার নিশ্চিত হয়েছেন, লাশটা মাসুদের। বিষয়টি বিজিবিকে জানিয়েছি। বিএসএফের সঙ্গে কথা বলে বিজিবি লাশ ফেরত আনারও চেষ্টা করেছে।’

বিজিবি রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ বলেন, তাদের কাছে ওই তরুণ এখনো নিখোঁজ। শুক্রবার সন্ধ্যায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ জানিয়েছে, তারা একটা লাশ পেয়েছে। তবে সেটি কঙ্কাল হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি