শার্শায় ৭ কেজি স্বর্ণের বারসহ ২ পাচারকারী গ্রেফতার
প্রকাশিত : ২৩:০৭, ৭ নভেম্বর ২০২২

ভারতে পাচারের সময় যশোরের শার্শার সীমান্ত এলাকা থেকে সাত কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। সোমবার (৭ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার গোড়পাড়ার আমতলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাইম হোসেন (২২) ও আজহারুল ইসলাম (২৩) এর বাড়ি শার্শা উপজেলায়। তবে পুলিশ এখনো তাদের ঠিকানা দেননি। বিভিন্ন মাধ্যমে তাদের নাম ও স্বর্ণের পরিমাণ নিশ্চিত করা গেছে।
এই বিষয়ে নাভারন সার্কেল পুলিশের এডিশনাল এসপি জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬২টি স্বর্ণের বারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা। বিস্তারিত তথ্য আগামীকাল সকালে প্রেস ব্রিফিং এ জানানো হবে বলে তিনি জানান।
কেআই//
আরও পড়ুন