ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিএনজি যাত্রীর

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫২, ২৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের সুবর্ণচর-সোনাপুর সড়কে থাকা কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা। এতে ঘটনাস্থলে আমিন উল্যাহ মাসুদ (৩৫) নামের এক যাত্রী নিহত এবং সিএনজি চালকসহ আরও ৩ জন আহত হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুবর্ণচর-সোনাপুর সড়কের মন্নান নগর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন উল্যাহ মাসুদ জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আবুল বাসারের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজেন্ডার থেকে যাত্রী নিয়ে নোয়াখালীর সোনাপুর বাজারের উদ্দেশ্যে একটি সিএনজি ছেড়ে আসে। সন্ধ্যায় সিএনজিটি মন্নান নগর চৌরাস্তার পশ্চিম পাশে পৌঁছলে গাড়ির সামনে একটি কুকুর এসে পড়ে। গাড়ির গতি বেশি থাকায় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে-মুছড়ে যায় সিএনজি’টি। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা যাত্রী আমিন উল্যাহ মাসুদ নিহত ও আরও তিনজন আহত হন।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি