ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

সন্দ্বীপ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হালিমা বেগম শান্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ৯ মে ২০২৪ | আপডেট: ১৭:২৪, ৯ মে ২০২৪

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হালিমা বেগম শান্তা। ফুটবল প্রতীকে হালিমা বেগম শান্তা ৩৬ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ তানমি লিজা কলস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৮৮ ভোট। 

বুধবার (৮ মে) সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ দাশ এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মগধরা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন। আনারস প্রতীকে ৪১ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৫৩১ ভোট।

এছাড়া এ পদে দোয়াত কলম প্রতীকে ফোরকান উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৩৪ ভোট, নাজিম উদ্দিন জামসেদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮৭ ভোট ও শেখ মোহাম্মদ জুয়েল হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৩২৭ ভোট।

এর আগে ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ওমর ফারুক।

উল্লেখ্য, সন্দ্বীপ উপজেলায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬৭৬ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ছিল ৮৫টি। এই নির্বাচনে মোট ভোটার ২,৪১,৯১৪ জন। পুরুষ ভোটার ছিলেন ১২৩৯৬৯ এবং নারী ভোটার ছিলেন ১১৭৯৪৩ জন। 
কেআই//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি