ঢাকা, সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম শহীদুল্লাহ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ১৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বড় ভাই, সাবেক মৎস্য কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম শহীদুল্লাহ (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) বাদ জোহর দিনাজপুরে তাঁর গ্রামের বাড়িতে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। এতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মরহুম মোহাম্মদ আলম শহীদুল্লাহ কর্মজীবনে মৎস্য বিভাগে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি