ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

চাঁদাবাজিকালে গণপিটুনিতে যুবক নিহত

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ২২:৫৫, ১২ জানুয়ারি ২০২০

গণপিটুনিতে নিহত মাফু (৩৮)

গণপিটুনিতে নিহত মাফু (৩৮)

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারের একটি মার্কেটে আগ্নেয়াস্ত্রসহ চাঁদাবাজির সময় গণপিটুনিতে মাফু (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে সাভারের অন্ধ মার্কেটে এ ঘটনা ঘটে। 

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল এন্ড কলেজ হাসপাতালে নয়া হলে চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাফু সাভার পৌরসভার শাহীবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় টিপু মুন্সী জানান, সন্ধ্যায় অস্ত্রসহ মাফু ও তার দল চাঁদাবাজির জন্য সাভারের অন্ধ মার্কেটে আসে। এ সময় গণপিটুনিতে মাফু মারা যায়। দলনেতা মাফুকে গণপিটুনি খেতে দেখে অন্যরা পালিয়ে যায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক নূর খাঁন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টার পাশাপাশি মরদেহের ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি