ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

পুলিশের গাড়ী পোড়ানো মামলায় ২১ জনকে ২ বছরের সাজা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৪, ১১ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় জামাত-শিবিরের ২১ নেতা-কর্মীকে ২ বছর করে সাজা দিয়েছেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। রোববার (১১ অক্টোবর) দুপুরে আদালতের বিচারক মোঃ মাসুদ পারভেজ এ রায় প্রদান করেন। 

২১ আসামির মধ্যে ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য ১৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন আদালত।

আদালতসূত্র জানায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর হরতাল চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়িতে পুলিশের খাবারের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২২ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে ২০১৩ সালের আগস্টে ২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান। স্বাক্ষী প্রদান শেষে আদালত আজ এ রায় প্রদান করে। 

আদালত রায়ে ২১ জনকে ২ বছরের কারাদন্ড ও অনাদায়ে ১ হাজার টাকা জরিমানা করেন। অন্যথায় আরো এক মাসের সাজা বাড়বে বলে রায় প্রদান করেন। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ দিদারুল আলম সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি