ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

বেগমগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৭, ১৩ অক্টোবর ২০২০ | আপডেট: ১৯:১০, ১৩ অক্টোবর ২০২০

ওসি হারুনুর রশীদ

ওসি হারুনুর রশীদ

Ekushey Television Ltd.

নোয়াখালী বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদকে বেগমগঞ্জ থেকে প্রত্যাহার করে চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে প্রত্যাহার করা হয়েছে তার কোনো ব্যাখ্যা দেননি পুলিশ সুপার। 

এর আগে বেগমগঞ্জের এখলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় হাইকোর্ট থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত ঘটনায় তদন্ত করে প্রতিবেদন ও একই সাথে ওসির কোনো গাফিলতি আছে কি না তাও রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি