ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মাস্ক না পরায় ১৪ জনের জেল-জরিমানা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০২, ১৫ নভেম্বর ২০২০

নাটোরে মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে আরও ৮ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ রোববার শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড দেয়া হয়। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়- বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকরণে রোববার নাটোর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে পরিচালিত এ আদালতে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ অনুযায়ী ৫টি মামলায় ৮ জনকে সর্বমোট আড়াই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া ১টি মামলায় ছয় জনকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

জেলা প্রমাসক মো. শাহরিয়াজ বলেন, ‘অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাজারসহ জনবহুল স্থানে মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। ইতিপূর্বে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়েছে।’

এআই/এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি