ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ভূমিহীনদের গৃহ নির্মাণ উদ্বোধনে হামলা, নারী পুলিশ আহত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ১৬ নভেম্বর ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমিহীনদের জন্য সরকারি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে স্থানীয় বাসিন্দার হামলায় এক নারী পুলিশ আহত হয়েছেন। এসময় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরীন চৌধুরীর গাড়ি ভাংচুর করা হয়েছে। ভেঙ্গে ফেলা হয়েছে উদ্বোধনের জন্য রাখা ভিত্তি প্রস্তরের ফলক। 

আজ সোমবার কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি গ্রামের খাস জমিতে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য সেলিনা বেগমকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুহেল রানা।

তিনি জানান- এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য ড. মো: উপাধ্যক্ষ আব্দুস শহীদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং স্থানীয়দের উপস্থিতিতে একই জায়গায় বক্তব্যের মাধ্যমে গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি