ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

বাগেরহাটে শোক-শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৮, ১৪ ডিসেম্বর ২০২০

শোক-শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে বাগেরহাটবাসী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল বাগেরহাট শহরের ডাকবাংলো ঘাটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। 

বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতা এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন, সরদার ফকরুল আলম সাহেব, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দীনসহ নানা শ্রেণী পেশার মানুষ ছিলেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে গার্ড অব অনার ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কে আই// 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি