ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ভবন মালিকের অসাবধাণতার বলী হলো শিশুটি, আহত ৫

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৪১, ১২ জানুয়ারি ২০২১

সাভারের আশুলিয়ায় একটি পুরাতন ভবনের দেয়াল ধসে হ্যাপি আক্তার মিনা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই শিশুর মা’সহ ৫ জন। বভন মালিকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় ‘মদিনা ব্যাচেলর মেস’ নামের ওই ভবনটিতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু হ্যাপি আক্তার মিনা কুষ্টিয়া সদর উপজেলার পূর্ব রাতুলপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে কোনাপাড়া কলাবাগান এলাকার ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

আহতরা হলো- নিহতের মা রেখা বেগম, চা দোকানী আলম, সাজ্জাদ হোসেন সাজুসহ আরও দুইজন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ সহকারী পরিচালক আব্দুল আলিম জানান, আশুলিয়ার জিরানী এলাকায় মদিনা ব্যাচেলর মেস নামে টিনশেডের একটি পুরাতন বিল্ডিং ভাঙ্গা হচ্ছিলো। এসময় একটি পিলার ধসে পড়লে শিশুটি মারা যায়। সে সময় ওই শিশুটি কেক কিনতে মায়ের সাথে চায়ের দোকানে যাচ্ছিলো। 

এ ঘটনায় নিহত শিশুর মা-সহ আহত হয় অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দেন। 

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, ভবন মালিকের অসাবধাণতার কারণেই এ ধরণের দুর্ঘটনা ঘটল। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি