ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

হিলিতে ফেন্সিডিলসহ ৩ যুবক আটক 

হিলি প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ বোতল ফেন্সিডিলসহ পল্লী বিদ্যুতের এক ঠিকাদারসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টায় হিলি খাদ্যগুদামের পাশের বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলো, হিলির বাশমুড়ি গ্রামের রশিদ প্রধানের ছেলে ও পল্লী বিদ্যুতের ঠিকাদার নাহিদ প্রধান (২৭), নওপাড়া গ্রামের রহমত আলীর ছেলে শাওন (২৬), স্টেশন এলাকার মৃত ফারুকের ছেলে নওশাদ আলী (৩০)। 

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ হিলি স্টেশন এলাকায় মাদকের বিষয়ে তথ্য দেয় কেউ। পরে ৯৯৯ এর থেকে পাওয়া সেই তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৩টায় এসআই হামিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হিলি খাদ্যগুদাম সংলগ্ন রহমত আলীর বাড়িতে অভিযান চালায়। 

এসময় ওই বাড়ি থেকে ২৮ বোতল ফেনসিডিলসহ নওশাদ, শাওন ও নাহিদকে হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি