ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

লেখক মুশতাক হত্যার বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫১, ৮ মার্চ ২০২১ | আপডেট: ১৮:৫২, ৮ মার্চ ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক হত্যার বিচার দাবি ও শ্রমিক নেতা রুহুল আমিনের জামিনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাসদ (মার্কসবাদী) পাঠক ফোরাম নোয়াখালী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। 

এসময় বক্তব্য রাখেন, দলের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টু, কেন্দ্রীয় নেতা দলিলের রহমান দুলাল ও জেলা নেতা কাজী জহির উদ্দিনসহ অনেকে। 

বক্তারা বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করে মানুষের বাক-স্বাধীনতা হরণ করছে। দ্রুত এই আইন বাতিল করে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি