ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নানাবাড়ি বেড়াতে এসে খালে ডুবে কিশোরীর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭, ১২ মার্চ ২০২১ | আপডেট: ০৮:৫৯, ১২ মার্চ ২০২১

হরিচণ্ডি খাল

হরিচণ্ডি খাল

ঢাকার দোহার উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে খুশী আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডি খালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের মামা আনোয়ার হোসেন।

নিহত খুশী আক্তার ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার শালিপুর চর গ্রামের হাসেম খন্দকার ও শিরতাজ বেগমের মেয়ে।

জানা যায়, দুপুরে বাড়ির পাশের খননকৃত খালে গোসল করতে যায় খুশি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খোঁজে খালে গিয়ে খালের পাড়ে খুশির জুতা দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খালে প্রায় দুই ঘণ্টা তল্লাশি করে খুশিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহতের মামা আনোয়ার হোসেন জানান, খুশী ছোট বেলা থেকেই মৃগী রোগে ভুগছিলেন। গোসলের সময় এ রোগে আক্রান্ত হয়েই খুশী সকলের অগোচরে পানিতে ডুবে যায় বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় আমাদের কারও কোনও অভিযোগ নেই। তাই মৃত খুশীকে হাসপাতালে নেওয়া হয়নি। এমনকি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়নি।

এ ব্যাপারে দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এস আই মোস্তফা বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি