ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বাগেরহাটে নবাগত জেলা প্রশাসকের যোগদান

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৩, ২৩ মে ২০২১

Ekushey Television Ltd.

বাগেরেহাটে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন উপ-সচিব মুহাম্মদ আজিজুর রহমান। রোববার (২৩ মে) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন। এর মাধ্যমে তিনি বাগেরেহাটের ২২তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন।

এর আগে রোববার (১৭ মে) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের জেলা প্রশাসকের দায়িত্ব থাকা আ.ন.ম ফয়জুল হককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব মুহাম্মদ আজিজুর রহমানকে বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি