ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

মোংলায় সাইকেল চোর চক্রের দুই সদস্যকে গণধোলাই

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ১৪ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

মোংলায় রাতের আধারে সাইকেল চুরির সময় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে পুলিশী পাহাড়ায় চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গার গ্রামের একটি বাড়ি থেকে বাইসাইকেল চুরির সময় সওকত আলী (৩৮) ও  মোন্তাজ শেখ (২৫) স্থানীয়দের হাতে ধরা পড়ে। 

এরপর উপস্থিত জনতা গণধোলাই দিয়ে দুই চোরকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলামের কাছে হস্তান্তর করে। রাতেই দুই চোরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। আজ বুধবার বিকাল পর্যন্ত তাদেরকে পুলিশী পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছিল। 

এ ঘটনায় সংঘবদ্ধ দুই চোরকে আসামী করে মোংলা থানায় মামলা দায়ের জন্য লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা বনি আমিন ফকির।

চটেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে চোর চক্রের দুই জনকে আটক করা হয়। স্থানীয়দের হামলার শিকার হয়ে আহত থাকায় তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশী পাহারায় তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি