ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৩৩, ৩১ জুলাই ২০২১

পাবনার আমিনপুর থানা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও একজন আহত হয়েছে। শনিবার (৩১ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের দ্বাড়িয়াপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, পাবনা থেকে যাত্রীবাহি একটি সিএনজি চালিত অটোরিকশা কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। এসময় দ্বারিয়াপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। 

আহত দুইজনের মধ্যে একজনকে কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি