ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

নেত্রকোনায় ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২২, ১২ নভেম্বর ২০২১

দ্বিতীয়ধাপে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নেত্রকোনার আটপাড়া, সদর ও বারহাট্টা- এই তিন উপজেলায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউপির আতকাপাড়া ও বায়রাউড়া কেন্দ্রে ভোট চলাকালে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারার অভিযোগে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করায় ওই ইউপির ফলাফল স্থগিত।

স্থানীয় ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে সদর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- সদর উপজেলায় কালিয়ারা গাবরাগাতি ইউপিতে মো. আমজাদ হোসেন খান (নৌকা), মেদনীতে আলহাজ মিজানুর রহমান (ঘোড়া, স্বতন্ত্র), ঠাকুরাকোনা মো.আব্দুর রাজ্জাক (নৌকা), সিংহের বাংলায় মো. আলী আহসান (ঘোড়া, স্বতন্ত্র), আমতলায় মো. রউফ সবুজ (নৌকা), মৌগাতিতে মো. মোস্তাফিজুর রহমান খান (নৌকা), রৌহায় মো. আব্দুর রশিদ (নৌকা), চল্লিশায় সৈয়দ মাহবুবউল মজিদ (নৌকা), দক্ষিণ বিশিউড়ায় মো. সেলিম আজাদ সেলিম (ঘোড়া, স্বতন্ত্র) ও কাইলাটী ইউপিতে মো. নাজমুল হক (ঘোড়া, স্বতন্ত্র)।

এদিকে, আটপাড়া উপজেলায় সাত ইউপির সবগুলোতেই নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। স্বরমুশিয়া ইউপিতে মো. আব্দুস সাত্তার, লুনেশ্বরে মো. শাহজাহান কবীর, বানিয়াজানে মো. ফেরদৌস মিয়া, তেলিগাতীতে অখিল চন্দ্র দাস, দুওজ ইউপিতে সাইদুল হক তালুকদার, সুখারীতে মো. শাহজাহান ও শুনই ইউপিতে মো. রোকন উজ্জামান।

বারহাট্টা উপজেলার সাহতা ইউপিতে মো. মিজানুর রহমান (ঘোড়া, স্বতন্ত্র), বারহাট্টা সদরে কাজী সাখাওয়াত হোসেন (নৌকা), বাউসিতে মো. শামছুল হক (নৌকা), আসমা ইউপিতে মো. শফিকুল ইসলাম খান (নৌকা), চিরামে মো. সাইদুর রহমান চৌধুরী (নৌকা), সিংধা ইউপিতে মো. নাসিম উদ্দিন তালুকদার (টেবিলফ্যান, স্বতন্ত্র), ও রায়পুর ইউপিতে আতিকুর রহমান রাজু (ঘোড়া, স্বতন্ত্র)।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি