ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফ কোস্টগার্ডের প্রশাসনিক ভবন উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ৫ ডিসেম্বর ২০২১

ভবনগুলো উদ্বোধনের পর জেলেদের মাঝে লাইফ জ্যাকেট, বয়া, রেডিও বিতরণ করেন কোস্টগার্ড মহাপরিচালক

ভবনগুলো উদ্বোধনের পর জেলেদের মাঝে লাইফ জ্যাকেট, বয়া, রেডিও বিতরণ করেন কোস্টগার্ড মহাপরিচালক

সমুদ্রপথে মাদক-মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোস্টগার্ড। এই নিরাপত্তা প্রহরীদের জন্য টেকনাফে স্টেশনে প্রশাসনিক ভবন, অফিসার্স মেস ও নাবিক নিবাস ভবনের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় টেকনাফে নাফ নদীর তীরে ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

টেকনাফে কোস্টগার্ডের গুরুত্বপূর্ণ স্টেশনটিতে দীর্ঘদিন ধরে আবাসনসহ অবকাঠামোগত নানা সংকটের মধ্য দিয়ে দাপ্তরিক কাজ পরিচালনা করতে হয়েছে। এখন ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেই সমস্যার অবসান হল।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, কোস্টগার্ডের পূর্ব-জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরীসহ কোস্টগার্ডের উর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন নির্মিত ভবনগুলো উদ্বোধনের পর অনুষ্ঠানের প্রধান অতিথি কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আশরাফুল হক চৌধুরী গাছের চারা রোপণ করেন। পরে অর্ধ-শতাধিক জেলেদের মাঝে লাইফ জ্যাকেট, বয়া, টর্চ-লাইট, ম্যাগনেটিক কম্পাস ও রেডিও বিতরণ করা হয়।

কোস্টগার্ডের সংশ্লিষ্টরা জানান, টেকনাফ সীমান্তে মাদকপাচার, মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কোস্টগার্ডের। এতদিন অবকাঠামো ও উপকরণগত সংকটের কারণে যথার্থ নজরদারী করা সম্ভব ছিল না। তাই, বিরাজমান সংকট সমাধানের উদ্যোগ নেয়া হয়।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি