ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

সুবর্ণচরে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষ-ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৫, ১ মে ২০২২

সরকারের ভিজিএফ-এর চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং ৬টি মোটরসাইকেল ও ইউপি সদস্যের একটি কার্যালয় ভাঙচুর করা হয়।

রোববার দুপুর ১২টার দিকে তোতার বাজার ইউপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে ইউপি কার্যালয়ে উপকারভোগীদের মাঝে সরকার নির্ধারিত ভিজিএফের ১০ কেজি করে চালের কার্ড বিতরণ করা হয়। দুপুর ১২টার দিকে নিজেদের দলীয় কোটার কার্ড নিয়ে চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সমর্থকদের মধ্যে বাকবির্তক, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় স্থানীয় এক ইউপি সদস্যের অফিস ও ৬টি মোটরসাইকেল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

একাধিকবার চেষ্টা করলে কল রিসিভ করেননি চরজব্বার থানার ওসি জিয়াউল হকও। 

তবে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি