ঢাকা, মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩

মির্জাগঞ্জে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৪, ২৪ আগস্ট ২০২২

মির্জাগঞ্জ থানার একটি দৃশ্য

মির্জাগঞ্জ থানার একটি দৃশ্য

পটুয়াখালীর মির্জাগঞ্জে রেজাউল (২৫) গাজী নামে এক যুবকের বিরুদ্ধে ১৯ বছর বয়সী এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৪ আগস্ট) দুপুরে ওই তরুণীর বড় বোন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

আসামি রেজাউল পশ্চিম মাধবখালী গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী তরুণীর বড় বোন জানান, রেজাউল ও ওই তরুণী একই এলাকার বাসিন্দা। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে ওই তরুণী তার বসত বাড়ি থেকে মামার বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে রেজাউল ওই তরুণীর মুখ ওড়না দিয়ে বেঁধে পার্শবর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তরুণীর চিৎকারে রেজাউল দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি নিয়ে স্থানীয় প্রভাবশালীরা ওই তরুণীর পরিবারকে ভয়ভীতি দেখানোর ফলে মামলা করতে দেরি হয়েছে।

মির্জাগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি