ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০০, ৩০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নড়াইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ভবানীপুর গ্রামে শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সভাপতি ডাক্তার শরীফ শামীম আতীক, বীরমুক্তিযোদ্ধা এস এ মতিন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক, তিলাপ শেখ, সাংবাদিক হাফিজুর রহমানসহ অনেকে।

শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন জানান, সারাদেশের মতো নড়াইলেও শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই কনকনে শীতে ভবানীপুর এলাকার ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের কথা-সামর্থ্যবান হলে আপনিও এগিয়ে আসুন শীতার্ত মানুষের পাশে।

ইসমাইল হোসেন লিটন আরো জানান, এর আগে গত ৪ নভেম্বর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এদিকে কম্বল পেয়ে বিভিন্ন পেশার মানুষ বলেন, সব এলাকার বড়লোক ব্যক্তিরা শীতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়াবেন; আমরা সেই কামনা করি। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি